১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের পক্ষে গ্রাম পুলিশদের মাঝে পিপিই বিতরণ

আপডেট: মে ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে : দেশে মহামারি করোনা ভাইরাসের সংকটকালীন মূহুর্তে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফের সৌজন্যে সোমবার সকালে উপজেলার ৬ ইউনিয়নের ৬০জন গ্রাম পুলিশের সদস্যেদের মাঝে পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়।

ভেড়ামারা উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে (পিপিই) প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আসিকুর রহমান ছবি, ধরমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম লালু, মোকারিমপুর ইউপি চেয়ারম্যানআব্দুন সামাদ, বাহিরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রওশন আরা সিদ্দিক প্রমুখ।

করোনা দুর্যোগকালীন গুরুত্ব ও প্রয়োজন বিবেচনায় গ্রাম পুলিশকে গ্লাভস, ক্যাপ,ব্যক্তিগত সুরক্ষা পোষাক প্রদান করা হয়। লাশ দাফনসহ  কোয়ারান্টাইন, লক ডাউন বাস্তবায়নে গ্রাম পুলিশ প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network