৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৫

আপডেট: মে ১৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক ,চট্টগ্রাম : চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ২৫ জন।

বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত নতুনপাড়া এলাকায় ফোর এইচ লিঙারী লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে আন্দোলন করতে মাঠে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার বলেন, শ্রমিকরা বেতনের দাবিতে রাস্তা অবরোধ করতে চাইলে তাদের ধাওয়া দেয় পুলিশ। এ সময় কয়েকজন আহত হয়।

কারখানার শ্রমিক মো. হাসান জানান, বেতন আনতে গেলে ৬০ ভাগ বেতন দিতে চায় কর্তৃপক্ষ। পুরো বেতন দাবি করলে তারা শ্রমিকদের ওপর হামলা চালানো হয়।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশের পরিদর্শক জাহিদ বলেন, এপ্রিল মাসের শতভাগ মজুরি দাবি করে রাস্তায় অবস্থান নিয়ে সকাল থেকে আন্দোলন করছিল শ্রমিকরা। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network