১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

দিনাজপুরে জেলা আনসার ভিডিপি’র খাদ্যসামগ্রী বিতরণ 

আপডেট: মে ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর)  : বৈশিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব জনিত কারণে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুর এর উদ্যোগে ১০ মে রোববার সকালে জেলা আনসার ভিডিপি কার্যালয়ে সেচ্ছাসেবী ভিডিপি সদস্য/সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সদরের পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়ের মোট ৩০০ পরিবারের মাঝে উক্ত খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে সকল উপজেলার এই কার্যক্রম উদ্বোধন করেন হিলি-হাকিমপুর ১১ ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট(অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মো. আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার মো. আবু সাঈদ, সদর উপজেলার আনসার ভিডিপি’র প্রশিক্ষক মোছা. মর্জিনা বেগম, মো. পলাশ মিয়া প্রমুখ। উল্লেখ্য যে, রংপুর রেঞ্জের মোট ৮ জেলার ৫৮টি উপজেলার প্রতিটি উপজেলার ৩শত পরিবার মোট ১৭ হাজার ৪শত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী প্রদান করা হবে এবং দিনাজপুর জেলায় মোট ৩হাজা ৯শত উপকার ভোগী পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। উপকার ভোগী প্রতিটি পরিবারের মাঝে চাল ৫ কেজি, ডাল ১কেজি, তৈল ১ লিটার, আলু ২ কেজি, পেঁয়াজ কেজি, সাবান ১টি ও মাস্ক ১টি বিরণ করা হয়।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network