১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

চিরিরবন্দরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

আপডেট: মে ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর)  :  দিনাজপুরে চিরিরবন্দরে পাটক্ষেতে ছাগল পড়াকে কেন্দ্র করে বাক-বিতন্ডায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় বড়ভাই লুৎফর রহমান ওরফে টুনুর (৬০) মৃত্যু হয়েছে। নিহত লুৎফর রহমান ওরফে টুনু ওই গ্রামের মৃত আব্দুল গফুরের প্রথম স্ত্রীর ছেলে।
ঘটনাটি গত শুক্রবার (৮ মে) উপজেলার ফতেজংপুর ইউনিয়নের কিসমত ফতেজংপুর গ্রামে ঘটলেও আহত বড়ভাই লুৎফর রহমান ওরফে টুনুর মৃত্যু হয়েছে গত শনিবার (৯ মে) রাতে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফতেজংপুর ইউনিয়নের কিসমত ফতেজংপুর গ্রামের মৃত আব্দুল গফুরের প্রথম স্ত্রীর ছেলে লুৎফর রহমান ওরফে টুনুর সাথে দ্বিতীয় স্ত্রীর ছেলে (সৎ ছোটভাই) সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক জমির অংশ নিয়ে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে গত ৮ মে শুক্রবার বিকেলে লুৎফর রহমানের একটি ছাগল সিরাজুল ইসলামের পাটক্ষেতে গিয়ে পড়ে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। বাক-বিতন্ডার এক পর্যায়ে সিরাজুল ইসলামের পক্ষের লাঠির আঘাতে লুৎফর রহমান গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজনসহ আহতের পরিবারের লোকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ৯ মে শনিবার লুৎফর রহমান মৃত্যুবরণ করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত লুৎফর রহমানের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network