১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২১৪, নতুন শনাক্ত ৬৩৬

আপডেট: মে ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : করোনা ভাইরাসে বাংলাদেশে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১৪ জনে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ৮ জনের মধ্যে সবাই পুরুষ।

এর আগে দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে করোনা পরিস্থিতি নিয়ে পরিসংখ্যান তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৩৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭৭০ জন। এছাড়া এই সময়ে আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৩১৩জন।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network