৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

উল্লাপাড়ায় দুস্থ শিক্ষার্থীদের ঈদ সামগ্রী দিলেন শিক্ষক-কর্মচারীরা

আপডেট: মে ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : শনিবার উল্লাপাড়া এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষক কর্মচারীদের দেওয়া অর্থে প্রতিষ্ঠানের ১৩০ দুস্থ শিক্ষার্থীর হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের সভাপতি ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, পৌরসভার কাউন্সিল আমিরুল ইসলাম আরজু সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। দুস্থ শিক্ষার্থীদেরকে চাল, ডাল, লবন, পেঁয়াজ, লাচ্ছা সেমাই, চিনি ও সাবান দেওয়া হয়।

অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম জানান, মহামারী করোনা ভাইরাসের কারণে মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে। সেই দিক বিবেচনা করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে দুস্থ ১৩০ জন শিক্ষার্থী বাছাই করে তাদের পরিবারের জন্য ঈদ সামগ্রী প্রদানের সিদ্ধান্ত নেয় স্কুলের শিক্ষক কর্মচারীগণ। এই সিদ্ধান্তের আলোকে নিজেদের দেওয়া অর্থে এসব শিক্ষার্থীর পরিবারের ঈদ সামগ্রী প্রদান করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network