১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

টাঙ্গাইলের কালিহাতীতে করোনা আক্রান্ত ২ জন

আপডেট: মে ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে  দুইজন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। জেলার কালিহাতী উপজেলা ছিলো করোনা শুন্য। উপজেলায় এই  প্রথম করোনা আক্রান্তের রোগী সনাক্ত হলো। উপজেলার বাংড়া ইউনিয়নের বিল পালিমা গ্রামের একজন, বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৌর গ্রামের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। কালিহাতী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কালিহাতীতে দুইজন করোনা আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে , বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামের জনৈক ব্যক্তি  সর্দি-জ্বর ও কাঁশি নিয়ে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ৩ ম। ৫ মে মোট ৫ জনের নমুনা পাঠানো হয় ঢাকাতে। আজকে দুজনের করোনা পজিটিভ এসেছে। এদিকে  করোনা পজিটিভ আসায় আতংকে রয়েছেন হাসপাতালের স্বাস্থ কর্মী ও চিকিৎসকরা। এ বিষয়ে কালিহাতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  ডা. সাইদুর রহমান সকাল ১১:০৭ ঘটিকায় নেক্সটনিউজকে জানিয়েছেন, কালিহাতীতে দুজন আক্রান্তের খবর আছে। ইউএনও এবং ওসি মহোদয়কে নিয়ে আমরা রোগীর বাড়িতে যাচ্ছি। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। যেসব চিকিৎসক-নার্স ও স্বাস্থ্য কর্মীরা পজিটিভ রিপোর্ট আসার পূর্বে তাদেরকে স্বাস্থ সেবা দিয়েছেন তাদের  কি হবে- এমন প্রশ্নের  জবাবে তিনি বলেন,  তাদের নমুনা আমরা ঢাকায় পাঠাবো। আতংকের কিছু নেই।সবাইকে সতর্ক থাকতে হবে। ”

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network