আপডেট: এপ্রিল ২৯, ২০২০
নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গাতে চার শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন আফ্রিকা প্রবাসী হাবিবুর রহমান সিদ্দিক। করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া সাধারণ মধ্যবিত্ত ও অসহায় পরিবারের মাঝে ২৯ এপ্রিল এলেঙ্গা পৌরশহরের বাসী মাদ্রাসা প্রাঙ্গনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। বুধবার সকালে দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ কমিউনিটির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকি লিটন নিজে উপস্থিত থেকে এ উপহার বিতরণ করা হয়।
সমাজ সেবক
আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন এলেঙ্গা পৌরসভার মেয়র নূরে-এ আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিহাতী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার রাসেল মনির।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মুক্তার আলী, সাবেক ইউপি সদস্য আক্কেল মাহমুদ, টাঙ্গাইল বাস শ্রমিক সমিতির সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন বাদল, কালিহাতী প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন, এলেঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেন, এডভোকেট আজগর আলী, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দাস পবিত্র, বুরো বাংলাদেশের শাখা ব্যবস্থাপক ওয়ারেছুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার এ এস আই শামীম আল মামুন প্রমূখ।
ত্রাণ সামগ্রী হিসেবে দেওয়া হয় চাল, ডাল, চিনি, আটা, তেল, আলু।