আপডেট: এপ্রিল ২৪, ২০২০
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে সখীপুরে ৪ জন , গোপালপুরে উপজেলায় ১ জন রয়েছেন।এ
নিয়ে জেলায় ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো।
আজ শুক্রবার সকাল সাতটার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার ১১৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে পাঁচজনের ফলাফল পজেটিভ আসে।
এ ব্যাপারে বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, টাঙ্গাইলে করোনা পরীক্ষার জন্য জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট এক হাজার ৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।