আপডেট: এপ্রিল ২৪, ২০২০
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের গোপালপুরে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ২হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন গোপালপুর-ভূঞাপুরের সংসদ সদস্য ছোট মনির এম.পি।
তিনি বৃহস্পতিবার সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ হাতে দিনভর উপজেলার নলিন বাজার, সোনামুই বাজার, পৌর শহরের সূতী ভি এম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, ভূটিয়া বাজার ও রামনগর এলাকার কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদ, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রওশন খান আইয়ুব, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সোহেলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।