আপডেট: এপ্রিল ২৪, ২০২০
নেক্সটনিউজ প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতীতে বাছুর সহ ২ টি দুগ্ধজাত গাভী উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার এলেঙ্গা পৌরসভার মশাজান গ্রাম থেকে ওই গাভী গুলো উদ্ধার করা হয়।
কালিহাতী থানার এসআই মজিবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এলেঙ্গা পৌরসভার মশাজান গ্রামের ছানোয়ার ড্রাইভারের বাড়ি থেকে বাছুর সহ দুইটি দুগ্ধজাত গাভী উদ্ধার করা হয়েছে। এ গাভীগুলোর মালিক কে বা কাহারা তা এখন পর্যন্ত জানা যায়নি। প্রকৃত মালিক পাওয়া গেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।