১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

ঢাকার রূপগঞ্জে পিকআপসহ তিন গাঁজাব্যবসায়ী আটক

আপডেট: এপ্রিল ১৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক : রাজধানীর অদূরে রূপগঞ্জ থানাধীন চায়না প্রজেক্ট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করার কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন এনামুল হক (৩৬), আক্তার হোসেন (৩৫) ও আরিফুল ইসলাম (৩০)।

রোববার বেলা পৌনে ১১টার দিকে র‌্যাব-১, সিপিসি-৩ এর একটি দল রূপগঞ্জ পূর্বাচল উপশহরের ৪নং সেক্টরে চায়না প্রজেক্ট সংলগ্ন ঢাকা সিটি বাইপাস সড়ক হতে তাদের আটক করে। তাদের ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

 

র‌্যাব-১ কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, একটি পিকআপযোগে কুমিল্লা হতে বিপুল পরিমাণ গাঁজা ভুলতা-গাউছিয়া এবং কাঞ্চনব্রিজ হয়ে গাজীপুর জেলার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাৎক্ষণিকভাবে চায়না মার্কেট মোড়ে রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়।

তিনি বলেন, তাদের কাছ থেকে ৩৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা, নগদ ৬ হাজার টাকা, একটি পিকআপ, ৫টি মোবাইল ফোন সেট ও ৫টি সিমকার্ড জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network