১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

লুডু খেলার সময় কাশি দেওয়ায় যুবককে গুলি

আপডেট: এপ্রিল ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : সারাবিশ্বে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৬১৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস।

সাধারণ এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি, হাঁচি, কাশির মতো উপসর্গ দেখা যায়। মানুষ থেকে মানুষে হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে।

সে কারণে কেউ আশেপাশে হাঁচি-কাশি দিলেও এখন মানুষের মধ্যে আতঙ্ক দেখা যায়। সাধারণ জ্বর, সর্দিও এখন মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। এদিকে, করোনা আতঙ্কের কারণে ভারতের গুলিবিদ্ধ হয়েছে এক যুবক।

লুডু খেলার সময় হাঁচি দেওয়াই কাল হয়েছে তার। ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় এই ঘটনা ঘটেছে। লুডু খেলার সময় প্রশান্ত নামের এক যুবক হাঁচি দেওয়ায় তার সাথে থাকা লোকজন তাকে গুলি করে।

তাদের দাবি, সে হাঁচি দিয়ে করোনা ছড়াতে চেয়েছিল। সে কারণেই তাকে গুলি করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে দয়ানগর গ্রামে ওই ঘটনা ঘটেছে। ওই যুবকসহ চারজন লুডু খেলছিল।

লুডু খেলার এক পর্যায়ে সে কাশি দিতে থাকে। সে সময় তার সঙ্গে খেলতে বসা গুল্লু নামের এক প্রতিবেশীর সঙ্গে তার বাক-বিতণ্ডা শুরু হয়। গুল্লুর অভিযোগ প্রশান্ত ইচ্ছা করেই কাশি দিচ্ছিল যেন অন্যরা করোনায় আক্রান্ত হয়।

ঝগড়ার এক পর্যায়ে গুল্লু পিস্তল বের করে প্রশান্তকে গুলি করে। আহত অবস্থায় প্রশান্তকে হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। গুল্লুকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network