১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

কুষ্টিয়া : করোনার হটলাইনে কল দিয়ে নারীদের কু-প্রস্তাব, কিশোর আটক

আপডেট: এপ্রিল ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সাইফুল ইসলাম,কুষ্টিয়া থেকে : সরকারের রোগত্বত্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআরসহ বিভিন্ন সেবা প্রদানকারী হটলাইন নম্বরে কল করে অশ্লীল ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে কুষ্টিয়া থেকে ১৩ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। সাইবার পুলিশ ও সিআইডির প্রযুক্তিগত সহায়তায় ওই কিশোরকে আটক করা হয়। বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার বনানী থানায় করা একটি মামলার প্রেক্ষিতে কুষ্টিয়া জেলা পুলিশকে অপরাধীর অবস্থান সম্পর্কে ধারণা দেয় সাইবার পুলিশ সেন্টার, সিআইডি। সেই তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া পুলিশের একটি দল পৌরসভার ফুলবাড়ি এলাকা থেকে ওই কিশোরকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে প্রতিনিয়ত হটলাইনে নারী কর্মীদের হয়রানীসহ অশ্লীল কথা ও বার্তা পাঠানোর বিষয়টি স্বীকার করে। আইইডিসিআর, স্বাস্থ্য বাতায়ন, জাতীয় তথ্য সেবাসহ বিভিন্ন সেবা প্রদানকারী টোল ফ্রি হটলাইন নম্বরে কল করে ও বার্তা প্রেরণ করে নারীদের কু-প্রস্তাব দিত ওই কিশোর। কোনো কোনো হটলাইন নম্বরে প্রায় শতাধিকবার কল করেছে সে। ওই কিশোরের ব্যবহৃত মোবাইল নাম্বারটি তার বাবার নামে রেজিস্ট্রেশন করা। অল্প বয়সে মোবাইল কিনে দিলেও এর ব্যবহার সম্পর্কে খোঁজ-খবর না রাখায় ওই কিশোরের বাবাকেও জিজ্ঞাসাবাদ করছে জেলা পুলিশ। সিআইডির এই কর্মকর্তা জানান, এসব অবাঞ্ছিত কলের কারণে অহেতুক জরুরি এসব নম্বর ব্যস্ত থাকে। এর ফলে আসলেই যার তথ্য বা সেবা দরকার, তিনি সঠিক সময়ে সেবাটি পাচ্ছেন না। মার্চের প্রথম থেকেই করোনা সংক্রান্ত গুজব প্রতিরোধসহ দেশের জনগণ যাতে কাঙ্খিত সেবা পায় এ বিষয়ে সিআইডির সাইবার পুলিশ কাজ করে আসছে। রাজধানীর বনানী থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে সিআইডির সাইবার পুলিশ সেন্টার কুষ্টিয়া জেলা পুলিশকে অপরাধীর অবস্থান সম্পর্কে ধারণা দেয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network