১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

কালিহাতীতে পরকীয়ায় ইউপি সদস্যকে গণধোলাই

আপডেট: নভেম্বর ২২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউপি সদস্য ইয়াকুব আলী পরকীয়ার জের ধরে বুধবার (২০ নভেম্বর) রাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন। তিনি ওই ইউনিয়নের আকুয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং সহদেবপুর ইউপি’র ৮নং ওয়ার্ডের সদস্য।
এলাকাবাসী জানায়, আকুয়া গ্রামের জনৈক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর (৪০) সাথে ইউপি সদস্য ইয়াকুব আলীর দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। ঘটনাটি জানাজানি হলে প্রবাসীর ভাইয়েরা বুধবার রাতে বৈঠকে বসে বিষয়টি সমাজিকভাবে সমাধানের চেষ্টা করে। খবর পেয়ে ইউপি সদস্য ইয়াকুব আলী লোহার রড নিয়ে ওই বৈঠকে হামলা করে। হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে বৈঠকের লোকজন ক্ষুব্দ হয়ে ইয়াকুব আলীকে গণধোলাই দেয়। ইউপি সদস্য ইয়াকুব আলী বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইউপি সদস্যের প্রতিবেশি আলাউদ্দিন, মিণ্টু মিয়া, নজরুল, তুফাল সহ অনেকেই জানান, ইয়াকুব আলীর দুইজন স্ত্রী বর্তমানে থাকা অবস্থায়ও নানা অনৈতিক কর্মকান্ড করায় তারা ক্ষুব্দ। নৈতিক স্থলনের কারণে ইয়াকুব আলীকে ইউপি সদস্যের পদ থেকে অপসারণের দাবি জানান তারা।
সহদেবপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান বালা জানান, পরকীয়ার বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। কিন্তু ইউপি সদস্যকে গণধোলাই না দিয়ে পুলিশে দেয়া উচিত ছিল।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, ইউপি সদস্য গণধোলাই এর বিষয়টি অবগত নই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network