১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

ডেঙ্গু টেস্ট কিটের ওপর ট্যাক্স-ভ্যাট মওকুফ

আপডেট: আগস্ট ৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

ডেঙ্গুর টেস্ট কিট ও রি-এজেন্ট আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার, এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডেঙ্গু টেস্ট কিট, ডেঙ্গু রি-এজেন্ট এবং প্লাটিলেট ও প্লাজমা টেস্ট কিট আমদানিতে শুল্ক, ভ্যাট, আগাম কর এবং অগ্রিম আয়কর অব্যাহতি দেওয়া হলো। দেশজুড়ে ছড়িয়ে পড়া ডেঙ্গু নিরাময়ে আমদানির এই বিশেষ সুবিধা ৩১শে অক্টোবর পর্যন্ত বহাল রাখার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

এনবিআর আরও জানায়, ডেঙ্গু চিকিৎসায় সরকারি সহায়তা বৃদ্ধি ও অল্প খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে, এ জন্য দুটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। এগুলো হচ্ছে- ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত পরিমাণ পণ্যসমূহ আমদানিতে এ সুবিধা কার্যকর হবে এবং আমদানি পণ্যসমূহ মানসম্মত কিনা তা ওষুধ প্রশাসন অধিদপ্তর নিয়মিত মনিটরিং করবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network