৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

ছেলেধরা সন্দেহে গণপিটুনীর শিকার মিনু; অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন

আপডেট: জুলাই ২৯, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচিত ছেলেধরা গুজবের শিকার মিনু মিয়া (৩০) অবশেষে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে হেরে গেলেন। সে উপজেলার টেপিবাড়ী গ্রামের কোরবান আলীর ছেলে। পেশায় তিনি একজন অটো-ভ্যান চালক।

সোমবার (২৯ জুলাই) সকাল ১০ টার সময় টানা ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এদিকে গত রোববার (২১ জুলাই) দুপুরে মিনু মিয়া পার্শ্ববর্তী উপজেলা কালিহাতীর সয়া হাটে গিয়েছিলেন মাছ ধরার জাল কিনতে। হঠাৎ ছেলেধরা সন্দেহে তার উপর উত্তেজিত হয়ে বেধড়ক গণপিটুনি দেয় উপস্থিত জনতা। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা আশংকাজনক হলে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

জানা যায়, এ ঘটনায় প্রেক্ষিতে গত (২৩ জুলাই) ভ্যান চালক মিনু মিয়াকে ছেলেধরা সন্দেহে গণপিটুনির দেয়ার দায়ে ইতিমধ্যে অভিযুক্ত ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সহজ সরল মিনু মিয়ার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ৬ বছরের এক শিশু ছেলেসহ স্ত্রী রেখে যান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network