১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

‘সব জলাধার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে’

আপডেট: জুলাই ১৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

দেশের সব জলাশয় উদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মাছের উৎপাদন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাছ আহরণের সীমার প্রসার ঘটাতে হবে।’ এ সময়, গভীর সমুদ্রের মৎস্য সম্পদের দিকে আগ্রহী হওয়ার তাগিদ দেন শেখ হাসিনা। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামীতে যেন বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে প্রথম স্থানে থাকে সে লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।’

মাছ রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে জোর দেয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। এর আগে, জাতীয় মৎস্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network