১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

চালু হলো গেটওয়ে সার্ভার ‘পরিচয়’

আপডেট: জুলাই ১৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

সরকারি সেবা জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাতেই গেটওয়ে সার্ভার ‘পরিচয়’ চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার দুপুরে, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের গেটওয়ে সার্ভারটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় তিনি বলেন, ‘পরিচয় গেটওয়ে সার্ভার গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখবে এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের কাজকে দ্রত করবে।’ পরিচয় গেটওয়ে সার্ভারটি নির্বাচন কমিশনের জাতীয় ডাটাবেসের সঙ্গে যুক্ত বলেও জানান জয়।

সজীব ওয়াজেদ জয় আরও বলেন, ‘এটি এমন একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং যা সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত যেকোনো সংস্থা তার গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে তাৎক্ষণিকভাবে সেবা দিতে পারবে। এনআইডি যাচাই করার জন্য এখন থেকে আর আগের মত ৩ থেকে ৫ কর্মদিবস অপেক্ষা করতে হবে না। ব্যাংক অ্যকাউন্ট খোলা, ডিজিটাল ওয়ালেট অ্যাকউন্ট খুলতে ‘পরিচয়’ গেটওয়ে মানুষের উপকারে আসবে’।

সহজে ও দ্রুত জাতীয় পরিচয়পত্র যাচাই করতে লগ ইন করতে হবে ‘www.porichoy.gov.bd’ এই ঠিকানায়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network