৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

বিশ্ব মিডিয়ায় এরশাদের মৃত্যুর খবর

আপডেট: জুলাই ১৪, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

বিশ্ব মিডিয়ায় বেশ গুরুত্ব দিয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, এপি, ইউরোপা প্রেস, এনডিটিভি-সহ বিশ্বের প্রধান প্রধান ও নামকরা সংবাদমাধ্যমগুলো এরশাদের মৃত্যুর সংবাদ গুরুত্ব দিয়েই প্রকাশ করেছে।

আল জাজিরার শিরোনামে এসেছে, ‘Former Bangladesh army ruler Ershad dies aged 89’। এশিয়ান এইজ শিরোনাম করেছে, ‘Muhammad Ershad, former Bangladesh military dictator dies at 89’। ওয়াশিংটন পোস্টের শিরোনাম, ‘Bangladesh ex-dictator H.M. Ershad dies at 89’।

ইউরোপা প্রেসের শিরোনাম, ‘Ex-dictator and opposition leader of Bangladesh Hussain Muhammad Ershad dies’। অল ইন্ডিয়া রেডিও রিপোর্ট করেছে ‘Bangladesh’s former military dictator Ershad passes away’ শিরোনামে। এল পাসো ইন্ক লিখেছে, ‘Bangladesh ex-dictator H.M. Ershad dies at 91’। ভারতের এনডিটিভির শিরোনাম ‘Former Bangladesh Military Dictator Muhammad Ershad Dies At 89’।

রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরশাদ দীর্ঘদিন রক্তের রোগ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগছিলেন। গত ২২শে জুন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। গত ৪ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

মৃত্যুর সংবাদ পেয়ে তাকে দেখতে হাসপাতালে ভিড় করেছেন জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরশাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network