১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

লতিফ সিদ্দিকীর জামিন কেন নয়, রুল জারি

আপডেট: জুলাই ৭, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

অবৈধভাবে সরকারি পাটকলের জায়গা বিক্রি করায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। আদালত বলেছেন, মন্ত্রী থাকাকালীন দুর্নীতি করবেন, নিয়ম-নীতি মানবেন না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রবিবার দুপুরে, সাবেক এ মন্ত্রীর জামিন আবেদনের শুনানিতে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ। পাশাপাশি দুর্নীতির এই মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চার সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট।

উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার পরও বগুড়ার আদমদীঘিতে পাটকলের জায়গা বিক্রি করে দেন সাবেক পাটমন্ত্রী। এর মধ্য দিয়ে তিনি আদালত অবমাননা করেছেন কি-না, তার শুনানিও করা হবে বলে জানিয়েছে হাইকোর্ট। এর আগে, ২০শে জুন জামিন নামঞ্জুর করে লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠায় বগুড়ার একটি আদালত।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network