১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

গ্রামীণফোন-রবির পাওনা দিতে হবে: বিটিআরসি

আপডেট: জুলাই ৭, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

যথাযথ নিরীক্ষা সম্পন্ন করেই পাওনা দাবি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তাই, মোবাইল অপারেটর গ্রামীণফোন এবং রবি-কে পাওনা টাকা দিতেই হবে। এমনটা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান জহুরুল হক।

বিটিআরসি’র চেয়ারম্যান বলেন, আলোচনার পথ খোলা, কিন্তু পাওনা পরিশোধ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তিনি জানান, গ্রামীণফোনের কাছে পাওনা প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা আর রবির কাছে পাওনা প্রায় ৮৬৭ কোটি টাকা। নিরীক্ষা করেই এ টাকা দাবি করেছে বিটিআরসি।

জহুরুল হক বলেন, ‘বিকল্প কোন উপায় না পেয়ে আমরা এটা করেছি। অনেক লেখালেখি করেছি, অনেক কথা বলেছি, তারা টাকা দেয়নি। এবার আশা করছি তারা দিয়ে দিবে। সরকারকে টাকা না দিলে ইন্টারেস্ট তো বাড়তেই থাকবে, ইন্টারেস্ট তো মাফ হবেনা। আমরা গ্রাহকদের ইন্টারেস্ট দেখবো, সবকিছু পর্যালোচনা করবো। কি লাভ, কি লোকসান, কি প্রভাব ফেলবে।’

তিনি আরও জানান, ‘দীর্ঘ দিনের পাওনা না পেয়েই গ্রামীণফোনের ৩০ শতাংশ ও রবির ১৫ শতাংশ ব্যান্ডউইথ ক্যাপাসিটি সীমিত করা হয়েছে। ব্যান্ডউইথ সীমিত করায় গ্রাহকদের কিছুটা সমস্যা হচ্ছে। কিন্তু বড় কিছু পেতে হলে সামান্য কষ্ট মেনে নিতেই হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network