১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

ইসির করা মামলা থেকে সাংসদ বেলালের জামিন

আপডেট: জুলাই ১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন-ইসির করা মামলায় জামিন পেলেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল। সোমবার বিকেলে, নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক মাহমুদুল ইসলাম তা মঞ্জুর করেন।

উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চম ধাপের নির্বাচনের সময় পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে গত ১২ই জুন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।

পরে, জেলা নির্বাচন কর্মকর্তা গত ১৭ই জুন এ বিষয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।

ওয়ারেসাত হোসেন বেলাল পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তৃতীয়বারের মতো সাংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network