১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

 

অর্থবিল পাস

আপডেট: জুন ২৯, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থ বছরের জন্য পাস হয়েছে অর্থবিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই অর্থবিল উপস্থাপন করেন।

সংসদের রীতি অনুযায়ী অর্থবিল উত্থাপন করেন অর্থমন্ত্রী। কিন্তু এখনো অসুস্থ অর্থমন্ত্রীর অনুরোধে অর্থবিল উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। এর আগে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, খেলাপি ঋণের সংস্কৃতি এসেছে মিলিটারি শাসনের হাত ধরে। এ সময় পুঁজিবাজারে স্টক লভ্যাংশ এবং রিজার্ভের উপর অতিরিক্ত করারোপসহ বেশ কয়েকটি প্রস্তাবে পরিবর্তনের জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার বাজেট অধিবেশন বক্তৃতায় বলেন,  এবারের বাজেটে সবারই উপকৃত হবেন। এটি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে। প্রস্তাবিত বাজেটে, পুঁজি বাজারে শেয়ার লভ্যাংশ ও অবন্টিত মুনাফার ওপর কর আরোপের সমালোচনা হয়।  প্রধানমন্ত্রী, এ সংক্রান্ত নতুন প্রস্তাব করেন।

বাজেট অধিবেশনে শেখ হাসিনা বলেন, উন্নয়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি। এ ব্যাপারে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। তিনি জানান, ২০১৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network