২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

কালিহাতী পৌর এলাকায় বৃষ্টিপাতে রাস্তা বেহাল।। পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ

আপডেট: আগস্ট ১৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

শাহ আলম, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার বেতডোবায় প্রবল বৃষ্টিতে পাকা রাস্তা ধ্বসে পড়েছে। এতে ওই এলাকার মানুষদের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ায় জনগনের ভোগান্তির শেষ নেই।। অবশেষে কালিহাতি পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করলেন ভুক্তভোগীরা।।

পৌরসভার দক্ষিণ বেতডোবা এলাকায় ঢালাই করা পাকা রাস্তার ধারে পুকুরের পাড়সহ রাস্তার কিছু অংশ পুকুরের মধ্যে ধ্বসে পড়ায় এ আশঙ্কার সৃষ্টি হয়েছে। রাস্তাটির প্রায় শত ফুট বিস্তৃত নিম্নভাগের মাটি সরে গিয়ে ওই পাকা রাস্তাটি ধ্বসে গেছে।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিনের টানা বর্ষণে রাস্তায় ফাটল ধরে ছিল। গত শুক্রবার ভারি বর্ষণে পুকুরের পাড়সহ পাকা রাস্তার মাটি পুকুরে ধ্বসে গেছে। এতে রাস্তার নিচের মাটি সরে যাওয়ায় সোলিং ধ্বংস হয়ে পড়ে।। ফলে জন গনের চলাচল অনুপযোগি হয়েগেছে।। জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার না হলে দু-একদিনের বৃষ্টিতে কয়েকটি বসতঘর সহ রাস্তাটি পুকুরে বিলিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় পৌর মেয়র নুরুন্নবী সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভারী বৃষ্টিতে রাস্তার ঢালাই এর নিচের মাটি সরে পুকুরে চলে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। অতি দ্রুত মেরামতের কাজ শুরু করবো ইনশাআল্লাহ।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network