২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

টাঙ্গাইলে করোনার সতর্কতামুলক প্রচারণায় জেলা তথ্য অফিস

আপডেট: এপ্রিল ১৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক : করোনা ভাইরাসের বিস্তার রোধ, পরিস্থিতির উন্নয়ন ও টিকা গ্রহণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল জেলা তথ্য অফিস ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। জেলা সদরসহ প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের সরকারি বার্তাসমূহ মাইকিং এর মাধ্যমে তারা পৌঁছে দিচ্ছেন।
জেলা সিনিয়র তথ্য অফিসার সত্যেন্দ্র চন্দ্র পাল বলেন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রীপরিষদ বিভাগ থেকে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করেছে। স্বাস্থ্য বিধি মেনে সেগুলো পালনের বিষয়ে আমাদের কার্যক্রম চলছে। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি মহোদয় আমাদের প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছেন। 
জেলা তথ্য অফিসার আরো বলেন পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের সচেতনতামূলক কার্যক্রম চালু থাকবে।
এদিকে লক্ষ্য করা যায় জেলা তথ্য অফিসের এ মাইকিং প্রচার জনগণের মধ্যে সরাসরি প্রভাব ফেলে। যা ফলপ্রসূ হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network