আপডেট: জুলাই ১৫, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারীতে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোঃ হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় কোরবানি পশুর হাট, কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা, করোনা পরিস্থিতি ও সাম্প্রতিক অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কে. এম. তারিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোঃ আতিকুর রহমান, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদিন, সিভিল সার্জন ডাঃ রণজিৎ কুমার বর্মন, সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা।