২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

দিনাজপুরে সীমান্তবর্তী দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট: জুলাই ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর থেকে : করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার অসহায় ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো ২৯ বিজিবি দিনাজপুর।

আজ বুধবার সকালে বিদ্যানন্দ ফাইন্ডেশনের সহায়তায় দিনাজপুর সদরের সুন্দরা বিওপি‘র দায়িত্বপূর্ন সীমান্তবর্তী এলাকায় দিনাজপুর সেক্টরের ব্যবস্থাপনায় ও ২৯ বিজিবি‘র আয়োজনে স্থানীয় দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মো: জহিরুল হক খাঁন। এসময় অনুষ্ঠানে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শরিফুল্লাহ আবেদ, কোম্পানী কমান্ডার, বিওপি কমান্ডার, আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম প্রমুখ।

অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, লবন ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network