২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

গাইবান্ধায় নতুন করে আরও ৭ জনের করোনা শনক্ত হয়েছে, আক্রান্ত গিয়ে দাড়াল ৪৮১ জনে

আপডেট: জুলাই ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রওশন হাবিব, গাইবান্ধা থেকে : গাইবান্ধায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৭ জন। সব মিলিয়ে গাইবান্ধায় মোট আক্রান্ত বেড়ে ৪৮১ তে পৌঁছলো, এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। সোমবার (১৩ জুলাই) রাত আটটায় জেলা সিভিল সার্জন কার্যালয় হতে এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, এ পর্যন্ত জেলায় ২১৮ জন মানুষ করোনায় সুস্থ হয়েছে। করোনাজয়ী ২১৮ জনের মধ্যে গাইবান্ধা সদরে ৩৬ জন, সুন্দরগঞ্জে ১৭ জন, সাদুল্লাপুরে ২৮ জন, গোবিন্দগঞ্জে ৯৩ জন, সাঘাটায় ১৭ জন, পলাশবড়ীতে ২০ জন ও ফুলছড়িতে ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৭ জনের মধ্যে গোবিন্দগঞ্জে ১ জন, পলাশবাড়ীতে ১ জন, সুন্দরগঞ্জে ৩ জন এবং সদর উপজেলায় ২ জন রয়েছেন। জেলার ৭ উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৮১ জনের মধ্যে গোবিন্দগঞ্জে সর্বাধিক ১৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সদরে ৮৮, পলাশবাড়ীতে ৫৮, সাদুল্লাপুরে ৪৬, সাঘাটায় ৩১, সুন্দরগঞ্জে ৩৫ এবং ফুলছড়ি উপজেলায় ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান,  জেলায় করোনা ‘পজিটিভ কেসগুলোর অধিকাংশই এখন সুস্থ হওয়ার পথে’। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network