আপডেট: জুলাই ১৩, ২০২০
নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা : দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বরেণ্য এ শিল্পপতির মৃত্যুতে যমুনা শিল্পপরিবারে
শোকের ছায়া নেমে এসেছে।
১৩ জুলাই, সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই শিল্পপতি।
এর আগে গত ১৪ জুন বাবুলের করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। এর পর তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। নুরুল ইসলাম বাবুল বহুল প্রচারিত জাতীয দৈনিক যুগান্তর ও যমুনা টিভির স্বত্বাধিকারী। জাতীয় সংসদ সদস্য এডভোকেট সালমা ইসলাম নুরুল ইসলাম বাবুলের স্ত্রী। বরেণ্য শিল্পপতি বাবুলের মৃত্যুতে দেশের প্রধান এ শিল্পপরিবারে শোকের ছায়া নেমে এসেছে।