২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

নীলফামারিতে ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি 

আপডেট: জুলাই ১২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : “মুজিব বর্ষের অঙ্গিকার, তিনটি করে গাছ লাগান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দিকনির্দেশনা অনুযায়ি মুজিব শতবর্ষ উপলক্ষে নীলফামারী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিয়ন চৌধুরীর উদ্দ্যোগে মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। গত সোমবার ০৬ই জুলাই থেকে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করে কর্মসূচির অংশ হিসেব এপর্যন্ত  নীলফামারী পৌরসভা চত্বর, শেখ কামাল আন্তজার্তিক স্টেডিয়াম, নীলফামারী সরকারি কলেজ সহ জেলা শহরের বিভিন্ন জায়গায় ১০০টির অধিক বৃক্ষরোপন করা হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহন করেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী, জেলা ছাত্রলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবিদ শুভ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আলফাজ হোসেন সিজান, বঙ্গবন্ধ আইন পরিষদ এর উপ-সম্পাদক ফারহান রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাগর রায়, ছাত্রলীগ কর্মী সাজ্জাদ হোসেন সাজিদ, আলফাজ হোসেন,  মোঃ নাঈম শাহ্, আলফারুক রতন, রাসিব আহমেদ, রায়হান ইসলাম, প্রান্ত সহ আরো অনেকে।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিয়ন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার দিক নির্দেশনায় জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গঠনের জন্য আমরা জেলা ছাত্রলীগের কর্মীরা মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। এ পর্যন্ত আমরা ১০০টির অধিক গাছ রোপন করেছি আর আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আমাদের এই রোপিত চারাগুলো যেনো গবাদি পশু নষ্ট করতে না পারে সেজন্য আমরা গাছগুলোকে বেড়া দিয়ে দিয়েছি এবং গাছগুলো স্বাবলম্বী না হওয়া পর্যন্ত আমরা গাছগুলোর পরিচর্যা করে যাবো। আশা করি মুজিববর্ষে আমাদের এই রোপিত চারা বাংলাদেশকে রাঙ্গিয়ে তুলবে এবং দেশের রাষ্ট্রীয় সম্পদে পরিণত হবে।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network