আপডেট: জুলাই ৯, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারী জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস শনাক্ত করণের জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে। ল্যাব স্থাপনের জন্য কক্ষও নির্বাচন করা হয়েছে এবং প্রাথমিক কাজ শুরু হয়েছে।
অতিদ্রুত নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে নমুনা পরীক্ষা করে ফলাফল প্রদান করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়,নীলফামারী জেলায় সর্বমোট করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা ৪২৬ জন। এর মধ্যে সদরে রয়েছেন ১৫০ জন, জলঢাকায় ৭৯ জন, সৈয়দপুরে ৬৫ জন, ডিমলায় ৫২ জন, ডোমারে ৪৩ জন ও কিশোরীগঞ্জে ৩৬ জন রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ৩১৮ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ১ নারীসহ ৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৫ জন।
এ পর্যন্ত করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১৭৩ জনের পরীক্ষার জন্য পাঠানো হলেও ফলাফল এসেছে ৩ হাজার ৭০৭ জনের।
সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মণ বলেন, করোনার নমুনা যতগুলো সংগ্রহ করা হচ্ছ সে অনুযায়ী করোনার ফলাফল পাচ্ছি না। অবাধে চলা ফেরা করার কারণেও সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে। এখানে পিসিআর ল্যাব স্থাপনের দাবি ছিলো সকলের। পিসিআর ল্যাব হলে দ্রুত শনাক্ত করণ এবং সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি জানান।