আপডেট: জুলাই ৮, ২০২০
আপডেট:
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘করোনা ভাইরাসের এই বৈশ্বিক দুর্যোগের সময়েও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রেখেছেন।
বুধবার (৮ জুলাই) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে কালীমেলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সভায় মনোরঞ্জন শীল গোপাল এমপি উপরোক্ত কথা বলেন।
কালীমেলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, কালীমেলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টলিন চন্দ্র রায়, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহবায়ক মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, পলাশবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইব্রাহীম শাহ প্রমুখ।
শেষে পলাশবাড়ী ইউনিয়নে চাপাপাড়া গ্রামে ৪২টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধন এবং চাপাপাড়া হরিমন্দি ও দূর্গা মন্ডপ এর ভিত্তি প্রস্থর উদ্বোধন।