১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

 

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে  শিশুর লাশ উদ্ধার

আপডেট: জুলাই ৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
আমিনুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল)থেকেঃ টাঙ্গাইল জেলার ভূঞাপুরে যমুনা নদীতে পড়ে গোপালপুর উপ‌জেলার শাখা‌রিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে খায়রুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকালে চরভরুয়া গ্রামের শাখারিয়া এলাকার সুইজগেট  কাছে ওই শিশুর মরদেহ ভেসে ওঠে।
স্থানীয়রা জানান, শনিবার (০৪ জুলাই) বিকালে খায়রুল ইসলাম তার নানীর বাড়ি ওই চরভরুয়া গ্রামে বেড়াতে আসেন। শনিবার বিকালে নানীর সাথে তিল শুকানোর কাজের ফাঁকে নদীতে পড়ে যায়,পানিতে পড়ে নিখোঁজ হয় যায়। পরে শিশুর মৃতদেহ রবিবার শাখারিয়া সুইজগেটে ভেসে উঠে।
নিখোঁজ হওয়ার পর খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সা‌র্ভিসের সহযোগিতায় টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার  অভিযা‌নে নামেন। রাত ৮ টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও শিশুকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে উদ্ধার অভিযান বন্ধ রাখেন ডুবুরি দল ।
এ ঘটনায় ভূঞাপুর ফায়ার সা‌র্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ একাব্বর আলী জানান, শনিবার বিকাল ৪ টার দিকে শিশু নিখোঁজের খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের ডুবুরী দল উদ্ধার অ‌ভিযা‌ন শুরু করে। দীর্ঘ ৪ ঘন্টা উদ্ধার অভিযান চলে। নদী‌তে পানির ব্যাপক স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। তবে উদ্ধার অ‌ভিযান রাতে আপাতত স্থগিত রাখা হয়েছে।
রবিবার ডুবুরি দল ভোর সকালে উদ্ধার অভিযানে যাওয়ার পথে শিশুটির মরদেহ ভেসে উঠার খবর জানায় পরিবারের লোকজন
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network