২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

নওগাঁয় ইউএনওসহ ৮৮ জনের করোনা শনাক্ত

আপডেট: জুলাই ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুল জুয়েল, নওগাঁ থেকে: বিশ্ব মহামারী করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা পাঁচ’শ ছাড়ালো নওগাঁয়।  জেলার সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরী ও সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডলসহ জেলায় নতুন করে আরও  ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন রোগীদের নিয়ে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ৫৪০ জনে দাঁড়িয়েছে। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩০৬ জন। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন।

নয় উপজেলায় নতুন আক্রান্তদের মধ্যে-সদরের সাইত্রিশজন, ধামইরহাটের বারোজন, সাপাহারের আটজন, বদলগাছীর আটজন, মহাদেবপুরের ছয়জন, পোরশার পাঁচজন, নিয়ামতপুরের পাঁচজন, মান্দার পাঁচজন এবং পত্নীতলার দুইজন রোগী রয়েছেন।

আর গত ২৪ ঘন্টায় জেলায় বাইশজনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে- সদরের চারজন, বদলগাছীর পাঁচজন, সাপাহারের এগারোজন এবং পত্নীতলার দুইজন রয়েছেন।  গত ২৪ ঘন্টায় জেলায় ১৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৬৯৩ জন।

বৃহস্পতিবার ২ জুলাই বিকেলে নওগাঁর সিভিল সার্জন অফিসার ডা. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকেলে এক ই-মেইলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টার ল্যাব থেকে ৭২০টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। নমুনা পরীক্ষার মধ্যে ৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, জেলায় গত ২৩ এপ্রিল রাণীনগর উপজেলায় এক স্বাস্থ্যকর্মী সর্বপ্রথম এই রোগে আক্রান্ত হয়েছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network