আপডেট: জুলাই ২, ২০২০
নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা : রোটারিয়ান ইসমাইল হোসেন সিরাজী প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব শ্যামলী ঢাকা রোটারি বর্ষের প্রথম দিনে পহেলা জুলাই প্রায় ৭০০ জন দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করছেন।
ইসমাইল হোসেন সিরাজী একজন সমাজ হিতৈষী এবং দরিদ্র শিক্ষা সম্প্রসারনে তার ভূমিকা অনেক। তিনি অবহেলিত তেলেগু সম্প্রদায়ের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও তিনি অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি সিরাজগঞ্জের কয়েকটি উপজেলায় করোনাকালীন সময়ে কয়েক হাজার ফুডব্যাগ বিতরণ করেন। এই মহতি কাজের মূল উদ্যোক্তা ছিলেন ইসমাইল হোসেন সিরাজী।
রোটারি ক্লাব অব শ্যামলী ঢাকা- দুস্থ শিশুদের জন্য স্কুল, দুস্থ নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ এবং সিরাজগঞ্জের কয়টি স্কুলে নিজ উদ্যোগে গভীর নলকূপ স্থাপন করে শিশুদের বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা করেছেন।
রোটারী জেলা গভর্নর ৩২৮১ বাংলাদেশ এর বর্তমান গভর্নর রুবাইয়াত হোসেন পহেলা জুলাই ২০২০ -২০২১ রোটারি ইয়ারের শুরুতে ২৫০টি রোটারি ক্লাবের মাধ্যমে প্রায় ৩০ হাজার লোকের মাঝে খাদ্য বিতরণ করেন। ইসমাইল হোসেন সিরাজী ২০২০-২০২১ রোটা বর্ষের একজন সফল প্রেসিডেন্ট।
তিনি বলেন, তার প্রেসিডেন্ট মেয়াদকালে নিজেকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত রাখবেন।