১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

নওগাঁয় ইয়াবাসহ আটক ৩

আপডেট: জুলাই ১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুল জুয়েল, নওগাঁ থেকে : নওগাঁর রাণীনগর উপজেলায় গোপন সংবাদে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ পল্লীবিদ্যুৎ অফিসের দুজন লাইনম্যানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ওই উপজেলার কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

বুধবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের কাইকাউস আহম্মেদের ছেলে আব্বাস আলী (৩৮) ও ইয়ানবী আহম্মেদ (৩০) এবং নওগাঁর আত্রাই উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকার বছির উদ্দীনের ছেলে তারেক রহমান (২৫)। তারেক ও আব্বাস চারঘাট উপজেলায় পল্লীবিদ্যুতের লাইনম্যান হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ  জানায়, বিদ্যালয়ের সামনে মাদকব্যবসায়ীরা মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রাজশাহীর চারঘাট পল্লীবিদ্যুৎ অফিসের দুইজন লাইম্যানসহ তিনজনকে আটক করে। এসময়  তাঁদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ও দুইটি মটরসাইকেল জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক জানান, আটকরা আন্তঃজেলা মাদকব্যবসায়ী। পল্লীবিদ্যুতের লাইনম্যান হিসেবে চাকুরীর আঁড়ালে মাদকব্যবসা চালিয়ে যান। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network