আপডেট: জুন ২৪, ২০২০
আবু বকর সিদ্দিক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : উল্লাপাড়ায় দু’টি ট্রাকের ধাক্কায় দুইজন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকার পাঁচলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার ক্ষুদ্র রঘুনাথপুর গ্রামের ইউনুস আলীর ছেলে সানোয়ার হোসেন (১৯) ও একই গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে কাউসার আলী (২৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরনবী প্রধান জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে ঢাকামুখী পাথর বোঝাই একটি ট্রাককে পেছন থেকে নলকাগামী অপর একটি ইটবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে ইটবাহী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে সামনে থাকা শ্রমিক কাউসার ও সানোয়ার ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরো বলেন, ট্রাক দুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে উভয় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় সলংগা থানায় মামলা হয়েছে।