১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

রিফাত হত্যায় আরো দুইজনের স্বীকারোক্তি

আপডেট: জুলাই ৫, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

বরগুনার রিফাত শরীফ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে মামলার চার নম্বর আসামি চন্দন এবং নয় নম্বর আসামি মোহাম্মদ হাসান।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী মোহাম্মদ সিরাজুল ইসলামের আদালতে তারা এ জবানবন্দি দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক মোহাম্মদ হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে পহেলা জুলাই মামলার এজাহারভূক্ত ১১ নম্বর আসামি অলি ও তানভীর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ নিয়ে চার আসামি রিফাত হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network