নেক্সটনিউজ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কদমহাটা গ্রামে রবিবার দুপুর ১২ টায় মোহাম্মদ সনু মিয়ার মেয়ে শামিমা আক্তার (৯) এবং তার বাড়ীতে বেড়াতে আসা ওনার শালীর মেয়ে সানজিদা আক্তার (৮) কে দেথতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। অনেক খোজাখুঁজি করে কোথাও না পেয়ে পানি উন্নমন বোর্ডের একটি ক্যানেল পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাদেরকে উদ্বার করা হয়।
পরিবার সূত্রে জানাযায়, তারা গোসল করতে ক্যানেলে গিয়েছিল। ক্যানেল থেকে আর উঠতে পারেনি। পরে তাদের উদ্বার করে মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাঃ তাদেরকে মৃত ঘোষনা করে। সানজিদা গত দুইদিন আগে নানীর সাথে খালার বাড়ীতে বেড়াতে আাসে।