আপডেট: জুন ২০, ২০২০
অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুর সদর উপজেলার মাঝাডাঙ্গা এলাকায় জেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে এবং প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে ভেটেরিনারি ক্যাম্প ও জনসচেতনতামূলক সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহিনুর আলম বলেন, এটি একটি পক্স গোত্রের লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস রোগ। যা প্রধানত গরুতেই দেখা দেয়। দিনাজপুর সদর উপজেলা, খানসামা এবং বোচাগঞ্জে এই রোগ মৃদুভাবে সংক্রমণ ঘটলেও বর্তমানে রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এব্যাপারে আতঙ্কিত বা ভয় পাওয়ার কোন কারণ নেই। ৩টি উপজেলায় এ রোগ প্রতিরোধে ২২টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। অন্যান্য উপজেলায় ১টি করে ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। আমাদের বিশ্বাস আগামী ১ সপ্তাহের মধ্যে লাম্পি স্কিন ডিজিজ দিনাজপুর জেলা থেকে নির্মুল করতে সক্ষম হবো।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম বলেন, এ রোগ হলে দুধ উৎপাদন কমে যায়, গবাদি পশু দুর্বল হয়ে পরে, ওজন কমে যায় এবং চামড়ার গুণাগুণ নষ্ট হয়ে যায়। মাছি, মশা ও আঠালি এবং ব্যবহৃত নিডেল ও সিরিঞ্জ বারবার ব্যবহার করাতে এ রোগ ছড়ায়। এ রোগের সাধারণত গরু আক্রান্ত হচ্ছে তবে এ রোগে মানুষ আক্রান্ত হয় না। রোগটি দেখা দিলে তাৎক্ষনিকভাবে প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করতে বলা হলো। এ রোগের চিকিৎসার জন্য সরকারিভাবে বিনামূল্যে ওষুধপত্র সহ চিকিৎসা প্রদান করা হচ্ছে।