২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুলে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট: জুন ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুর শহরের পশ্চিম রামনগর জামাইপাড়া এলাকায় মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুলে আলোহা মেডিকেল মিশন (ইউএসএ) ও আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি)’র আর্থিক সহযোগিতায় তিনদিন ব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এক হাজার পরিবারের মাঝে করোনাভাইরাস পরিস্থিতির কারণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি)’র নির্বাহী পরিচালক মিনারা বেগম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক হীরা লাল রায়ের সঞ্চালনায় আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। এসময় উপস্থিত ছিলেন অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, মনিটরিং অফিসার ফখরুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী মো. নজরুল ইসলাম, অভ্যন্তরিন নিরীক্ষা বিধান চন্দ্র রায়, হিসাব রক্ষক রুখসানা পারভীন, প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসসহ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, সারা বিশ্বের মানুষ করোনা ভাইরাসের সাথে বেঁচে থাকার যুদ্ধ করছে। এর একমাত্র চিকিৎসা হলো সচেতনতা। স্বাস্থ্য বিধি মেনে চলতে পারলে দেশকে করোনামুক্ত করতে পারবো। এরজন্য সকলের সহযোগিতায় প্রয়োজন।
উল্লেখ্য করোনা ভাইরাস পরিস্থিতিতে আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ তাদের কর্ম এলাকায় প্রায় ৭ হাজার মানুষের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network