২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

সিরাজগঞ্জে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১

আপডেট: জুন ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের সীমান্ত বাজার এলাকায় বুধবার বেলা সাড়ে ১২টার দিকে দু’টি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ জন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম জানান, ঘটনার সময় তুলাবাহি একটি ট্রাক ঢাকা থেকে উত্তরবঙ্গে আসছিল। একই সময় স্থানীয় ইটবাহী একটি ট্রাক সিরাজগঞ্জ রোড থেকে কড্ডার মোড়ে যাওয়ার সময় মুখোমুকি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ২ জন মারা যান। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর একজন মারা যান। অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীম হোসেন জানান, নিহতদের পরিচয় জানা যায়নি। এ দিকে দুর্ঘটনায় ঘটনাস্থলে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network