২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

নীলফামারীতে এবার করোনায় আক্রান্ত সাংবাদিক, কৃষি কর্মকর্তাসহ ৪ জন

আপডেট: জুন ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারী জেলায় এক সাংবাদিক, কৃষি কর্মকর্তা সহ নতুন আরো ৪ জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন।

সোমবার (১৫ই জুন) সন্ধ্যায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগার হতে ১১ জুনের পাঠানো নমুনার থেকে এ তথ্য পায় জেলা স্বাস্থ্য বিভাগ।

নতুন ৪ জন করোনা পজেটিভে নীলফামারী সদরে ৩ জনের মধ্যে নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), একই দপ্তরের গাড়ি চালক ও সৈয়দপুর উপজেলা শহরের নিউ বাবু পাড়ার একজন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র মতে, জেলায় পূর্বের শনাক্ত সহ এ নিয়ে সর্বমোট করোনা শনাক্ত হলো ২৫৯ জন। করোনায় মৃত্যু বরন করেছে ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network