আপডেট: জুন ১২, ২০২০
হারুনুর রশিদ, নরসিংদী থেকে : নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নে বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের গ্রামের বাড়ি বীর শ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের কৃতি সন্তান আঃ রহমানের ছেলে আলহাজ্ব হাফেজ মোঃ তোফাজ্জল হোসেন ভৈরবীর মৃত্যুর খবর ছড়িয়ে পরে এলাকায়।
বৃহস্পতিবার (১১জুন) আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় মৃত্যুর খবর প্রকাশিত হলে জন মনে শোকের ছায়া নেমে আসে, সকলের নিকট পরিচিত মুখ তোফাজ্জল হোসেন নিয়মিত ওয়াজ মাহফিলে ব্যস্ত সময় পার করতেন। পাশাপাশি তার নিজ গ্রামে মসজিদ তৈরি ও বীর শ্রেষ্ঠ মতিউর নগর রহমানিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে এলাকায় সকল মহলের প্রিয় ব্যক্তিত্ত।
নিহতের স্বজন মুঠোফোনে জানান, তোফাজ্জল হুজুর নিজ বাড়িতেই অবস্থান করতেন করোনা ভাইরাস প্রভাব আসার পর থেকে, তিনি কিছু দিন যাবৎ সামান্য অসুস্থতায় ভুগছিলেন, আজ তার স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।