আপডেট: জুন ১২, ২০২০
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ঠ হয়ে মর্তুজার রহমান কমল (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টায় চিরিরবন্দও উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দশমাইল-রংপুর মহাসড়কের ফকিরের মোড় নামকস্থানে নিহত কমল উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর গ্রামের সরকারপাড়ার বাসিন্দা।
জানা গেছে, মর্তুজার রহমান ওরফে কমল মোটরসাইকেল যোগে চম্পাতলী বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে রংপুরগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে সজোড়ে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় কমল রাস্তায় পড়ে গেলে বাসটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম শামসুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের কোন আপত্তি না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।