আপডেট: জুন ২, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারীতে বজ্রপাতে মজিদুল ইসলাম (৩৫) নামের এক কৃষি শ্রমিক নিহত ও ৫জন আহত হয়েছে।
সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে। নিহত মজিদুল ইসলাম সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের জাকির হোসেনের পুত্র।
স্থানীয়রা জানায় ওই এলাকার এক কৃষকরে বোরো ধান কাটার কাজ করছিল ৬জন শ্রমিক। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলে মজিদুল নিহত ও অন্য ৫জন শ্রমিক আহত হয়। আহতদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুন্দপুকুর ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী বজ্রপাতে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।