আপডেট: জুন ২, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (০১ই জুন) ভোরে জলঢাকা উপজেলায় গোলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামে নিজবাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় আলহাজ্ব মজিবর রহমান (৭৫) নামের একজন বৃদ্ধের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজাওয়ানুল কবীর।
এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে। জেলা স্বাস্থ্য বিভাগ ও পারিবারিক সূত্রে জানা যায়, মৃত মজিবর রহমানের সহধর্মিণী কিছুদিন আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি জটিল রোগের চিকিৎসা করাতে ভর্তি হয়। স্বাস্থের উন্নতি ঘটলে তিনি ফিরে আসে এবং তার করোনা উপসর্গ দেখা দেয়। গত ২৭ মে তার সহ ঐ পরিবারের ১৯ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। ৩০ মে নমুনার রিপোর্টে মজিবর রহমান, তার স্ত্রী ও নাত বউমার করোনা পজেটিভ আসে। এরপর থেকে পরিবারের ৩ সদস্যকে নিজবাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থা সোমবার ভোরে মজিবর রহমান মৃত্যুবরণ করেন। এদিন সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে জলঢাকী উপজেলা প্রশাসন ,স্বাস্থ্যবিভাগ ও পুলিশের সহায়তায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন জানান, সোমবার পর্যন্ত এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা তিন জন। করোনায় আক্রান্ত রোগির সংখ্যা ১২৯ জন। করোনা পজেটিভদের মধ্যে ডোমার ও জলঢাকা উপজেলা থেকে দুই রোগী পলাতক রয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন। ৭৩ জন বাড়ি ও হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৫০ জন ও নিজ বাড়িতে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন