আপডেট: মে ৩১, ২০২০
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়োবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক সফল গণশিক্ষা মন্ত্রী বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র সহায়তা অব্যাহত রয়েছে।
শিবনগর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়োবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই তাদের পুনর্বাসনসহ খাদ্য সহায়তার জন্য বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশফিকুর রহমান বাবুল ও যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টনের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা খাদ্যসামগ্রীসহ অর্থ সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন।
গত ৩০ মে শনিবার সকাল থেকে দিনব্যাপী ওই ইউনিয়নের ছয়টি গ্রামের ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ অর্থ সহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ কমিটির আহবায়ক অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী বিপ্লবসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল বলেন, আকস্মিক প্রবল ঝড়োবৃষ্টিতে উপজেলার শিবনগর ইউনিয়নের ব্যাপকভাবে ঘরবাড়ীসহ গাছপালা ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন কোনভাবেই কষ্ট না পায় সেজন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের পাশাপাশি সাবেক সফল গণশিক্ষা মন্ত্রী বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র দিকনির্দেশনায় আওয়ামী লীগসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্তদের সহায়তা অব্যাহত রেখেছেন। একই সাথে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।