আপডেট: মে ৩০, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারী জেলায় নতুন করে আরো ১৯ জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন।
শনিবার (৩০ই মে ) ঢাকার ন্যাশনাল ইনিস্টিউট অব ল্যাবরেটরি মেডিসিন এ- রেফারেল সেন্টারের করোনা ভাইরাস পরীক্ষাগার হতে ঐ ১৯ জনের করোনা পজেটিভের রির্পোট পায় জেলা স্বাস্থ্য বিভাগ ।
এ নিয়ে নীলফামারীতে করোনা রোগীর সংখ্যা দাড়ালো ১২৭ জনে। এরমধ্যে দুইজন মারা গেছে। এছাড়া করোনায় আক্রান্ত ৩৮ জন রোগী সুস্থ হয়ে নিজবাড়ি ফিরেছেন। বাকিরা হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা স্বাস্থ বিভাগ সূত্রমতে,গত ২৭ মে ২৪৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল ইনিস্টিউট অব ল্যাবরেটরি মেডিসিন এ- রেফারেল সেন্টারে পাঠানো হলে ঐ ১৯ জনের করোনা পজিটিভের রিপোর্ট পায় স্বাস্থ বিভাগ। আক্রান্তরা হলেন সদরের একজন শিশু ও একজন নার্সসহ ৫ জন, ডিমলা উপজেলায় ২ জন, ডোমার উপজেলায় এক শিশুসহ ৬ জন, জলঢাকা উপজেলায় ৩ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ৩ জন রয়েছে।